ঢাকা,  শুক্রবার, ১০ মে ২০২৪, ,

গ্লিসারিনে গ্লাস স্কিন: জেনে নিন ব্যবহারের ১২ উপায়

লাইফস্টাইল

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১১:২৩, ৫ ডিসেম্বর ২০২৩

গ্লিসারিনে গ্লাস স্কিন: জেনে নিন ব্যবহারের ১২ উপায়

কাচের মতো ঝকঝকে ও উজ্জ্বল ত্বক কোরিয়ান বিউটির মূল বৈশিষ্ট্য। ছবি- সংগৃহীত

কোরিয়ান গ্লাস স্কিন বিশ্বজুড়ে সমাদৃত। কাচের মতো ঝকঝকে ও উজ্জ্বল ত্বক কোরিয়ান বিউটির মূল বৈশিষ্ট্য। এমন চমৎকার ত্বক পেতে চাইলে রূপচর্চায় ব্যবহার করতে পারেন গ্লিসারিন। হাইড্রেটিং এই উপাদানটি নিয়মিত ব্যবহার করলে যেমন উজ্জ্বল ত্বক পাবেন, তেমনি দূরে থাকতে পারবেন ত্বকের নানা ধরনের সমস্যা থেকেও। জেনে নিন ত্বকের যত্নে গ্লিসারিন ব্যবহারের ১২ উপায় সম্পর্কে। 


১. ঝটপট টোনার বানিয়ে ফেলতে পারেন গ্লিসারিনের সাহায্যে। এজন্য এক ভাগ গ্লিসারিনের সঙ্গে তিন ভাগ গোলাপজল মিশিয়ে নিন। ত্বক পরিষ্কার করার পর ব্যবহার করুন এই টোনার। 
২. একটি স্প্রে বোতলে গ্লিসারিন, অ্যালোভেরা জেল ও পানি মিশিয়ে মিস্ট বানিয়ে নিন। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এটি স্প্রে করুন। 
৩. মধুর সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ত্বকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। ত্বক হবে উজ্জ্বল ও কোমল। 
৪. ভিটামিন সি সেরামের সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগান। রাতে ঘুমানোর আগে এটি লাগাবেন ত্বকে। ত্বকে আসবে জৌলুস। 
৫. রেগুলার নাইট ক্রিমের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগান। ত্বক নরম ও সুন্দর থাকবে।
৬. গ্রিন টি লিকারের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগান। ত্বকের লাল ভাব ও প্রদাহ কমবে। পাশাপাশি ত্বক হবে ঝকঝকে।
৭. গ্লিসারিনের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে সেরাম বানিয়ে নিন। ত্বকে ময়েশ্চারাইজার লাগানোর আগে এটি লাগান। 
৮. চাল ধোয়া পানির সঙ্গে গ্লিসারিন মিশিয়ে টোনার বানিয়ে নিন। ত্বকের যত্নে নিয়মিত ব্যবহার করুন এই টোনার।
৯. গ্লিসারিনের সঙ্গে পানি মিশিয়ে বরফের ট্রেতে জমিয়ে নিন। ত্বকে এই বরফ বুলিয়ে নিন। সতেজ হবে ত্বক।
১০. ত্বক ধুয়ে মুছে নিন। ভেজা ভাব থাকতে থাকতেই তুলার বলে গ্লিসারিন লাগিয়ে ত্বকে চেপে নিন। আলতো করে ম্যাসাজ করুন।
১১. সমপরিমাণ চিনি ও গ্লিসারিন মেশান। খানিকটা অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। দূর হবে ত্বকে জমে থাকা মরা চামড়া।
১২. একটি ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে ১ চা চামচ গ্লিসারিন ও ১ চা চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।