মেটা সম্প্রতি তার ডিসপ্লেযুক্ত এআই স্মার্ট চশমা উন্মোচন করেছে। এটি রে-বেন ব্র্যান্ডের লোগো যুক্ত একটি চশমা, যা অত্যাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ। ব্যবহারকারীদের মোবাইলের অনেক কাজই করে দেবে এটি। চশমার ডান লেন্সে ছোট এআর ডিসপ্লে রয়েছে, যা নোটিফিকেশন, ম্যাপ নির্দেশনা, ইনস্ট্যান্ট চ্যাট, কল এবং লাইভ ট্রান্সলেশন দেখাতে পারবে।