ঢাকা,  বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ,

ভয়েস ও ভিডিও কল করা যাবে টুইটারে

তথ্যপ্রযুক্তি

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ২১:৪৭, ২ সেপ্টেম্বর ২০২৩

ভয়েস ও ভিডিও কল করা যাবে টুইটারে

টুইটারে প্ল্যাটফর্ম ব্যবহার করে করা যাবে ভিডিও এবং অডিও কল। সম্প্রতি এমনই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির বর্তামান মালিক ইলন মাস্ক। যদিও মাস্কের সব ঘোষণা পরবর্তী সময়ে ‘ফলপ্রসু হয় না’ বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যম এপি নিউজ। ঘোষণা দেওয়া এই ফিচারও কবে নাগাদ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে, তাও নিশ্চিত নয় বলে জানায় সংবাদমাধ্যমটি।

সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের প্রাইভেসি পলিসি আপডেট করেছে। এখন থেকে ব্যবহারকারীর বায়োমেট্রিক ডাটা এবং চাকরির ইতিহাস-সহ আরও বিভিন্ন তথ্য নেওয়া হবে বলে জানানো হয়েছে।

মাস্ক একটি পোস্ট দিয়ে জানান, তার টুইটারে ভয়েস এবং ভিডিও কলের ফিচার চালু করা হবে যা অ্যাপল, অ্যান্ড্রয়েড এবং কম্পিউটার ইত্যাদি সব ডিভাইস থেকে ব্যবহার করা যাবে। এর জন্য কোনও নম্বর দিয়ে ফিচারটি চালু করতে হবে না।