ঢাকা,  বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ,

ফেসবুক ভিডিওর অটোপ্লে যেভাবে ওয়াইফাই অনলি করবেন

তথ্যপ্রযুক্তি

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ১০:১৪, ১ জানুয়ারি ২০২৪

ফেসবুক ভিডিওর অটোপ্লে যেভাবে ওয়াইফাই অনলি করবেন

ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি বা টেক্সট’র পাশাপাশি ভিডিও শেয়ার এখন বেশ জনপ্রিয়। সাধারণত ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করতে থাকলে পোস্ট করা ভিডিওগুলো আপনা আপনিই চালু হয়ে যায়। কিন্তু ফোনে যদি মোবাইল নেটওয়ার্ক চালু থাকে তাহলে এভাবে ভিডিও দেখতে থাকলে ডেটা খুব দ্রুত খরচ হয়ে যায়। তবে এর একটি সমাধান রয়েছে, তা হলো- মোবাইল সেটে যদি শুধু ওয়াইফাই দিয়ে নেট চলে তাহলে ভিডিও অটোপ্লে হবে আর যদি মোবাইল ডেটা দিয়ে ইন্টারনেট চলে তাহলে ভিডিও অটোপ্লে হবে না।

এটি চালু করতে হলে-
প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে ওপরের ডানে থাকা তিন ডট বা লাইনে ট্যাপ করে মেনুতে প্রবেশ করতে হবে।


এরপর মেনু লেখার পাশে গিয়ার বাটনে ট্যাপ করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে যেতে হবে।

সেখানে থাকা প্রেফারেন্স ট্যাবের অধীনে থাকা ‘মিডিয়া’ অপশনে ট্যাপ করতে হবে।

সেখানে গেলে ‘অটোপ্লে’র অধীনে থাকা তিনটি অপশনের মধ্যে ‘অন ওয়াইফাই অনলি’ অপশনটির ডানে থাকা চেকবক্সে ট্যাপ করলে টিক মার্ক আসবে। ওয়াইফাই নেটওয়ার্কের জন্য অটোপ্লে ভিডিও সুবিধা চালু হলে একটি বার্তা দেখা যাবে।