ঢাকা,  বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ,

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪:২০, ৭ সেপ্টেম্বর ২০২৩

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবেন যেভাবে

বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগের পাশাপাশি ফেসবুকে বিভিন্ন বিষয়ের ভিডিও আপলোড করেন অনেকেই। এসব ভিডিও চাইলেই ডাউনলোড করে পরে দেখা যায়। ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে কম্পিউটারে সংরক্ষণের পদ্ধতি দেখে নেওয়া যাক—


ভিডিও ডাউনলোডের জন্য কম্পিউটার থেকে ফেসবুকে প্রবেশ করে পছন্দের ভিডিও চালু করতে হবে। এরপর ভিডিও লিংক কপি করে ব্রাউজারে নতুন ট্যাব বা অন্য ব্রাউজার চালুর পর লিংকটি পেস্ট করতে হবে। এবার এন্টার বাটনে ক্লিক না করে লিংকে থাকা www এর পরিবর্তে mbasic লিখতে হবে। এরপর এন্টার বাটনে ক্লিক করলে নতুন একটি ট্যাবে ভিডিওটি চালু হবে। ভিডিওতে ক্লিক করলেই নতুন আর একটি ট্যাবে শুধু ভিডিওটি দেখা যাবে। সেখানে ভিডিওর ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে ডাউনলোড অপশন নির্বাচন করলেই ভিডিওটি কম্পিউটারের নির্দিষ্ট ফোল্ডারে খুঁজে পাওয়া যাবে।