ঢাকা,  সোমবার, ২০ মে ২০২৪, ,

যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিরোধ: জনপ্রশাসনমন্ত্রী

সারাবাংলা

 জেলা প্রতিনিধি  মেহেরপুর

প্রকাশিত: ১৮:৩৪, ১ ফেব্রুয়ারি ২০২৪

যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিরোধ: জনপ্রশাসনমন্ত্রী

ছবি: সংগৃহীত

যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রতিটি দপ্তরকে দুর্নীতিমুক্ত করা হবে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে মেহেরপুর সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।


জনপ্রশাসনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সোনার ও স্মার্ট বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না। ২০০৯ সালে থেকে এ যাত্রা শুরু হয়েছে। মানুষের জীবনমান উন্নয়নের জন্য যে বাধাগুলো আসবে সেগুলোকে এ পাঁচ বছরে মোকাবিলা করা হবে।

বিকেলে মন্ত্রী মেহেরপুরে সার্কিট হাউজে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।


এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার এস এম নাজমুল হক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। পরে মন্ত্রী শহরের ড. সামসুজ্জোহা পার্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।