ঢাকা,  সোমবার, ২০ মে ২০২৪, ,

গাজীপুরে দ্বিতীয় দিনে চলছে পৌষ মেলা ও পিঠা উৎসব

সারাবাংলা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১১, ২০ জানুয়ারি ২০২৪

গাজীপুরে দ্বিতীয় দিনে চলছে পৌষ মেলা ও পিঠা উৎসব

ছবি: সংগৃহীত

আবহমান বাংলার ঐতিহ্য পৌষমেলা ও পিঠা উৎসবের দ্বীতিয় দিন চলছে গাজীপুর জেলার কাপাসিয়া থানার তরগাঁও লাতাপাতা বাজার সংলগ্ন আফজালুন্নেছা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রেরণমাঠে।

মেলায় পিঠা ও পায়েশের দোকান নিয়ে অংশগ্রহণ করেছে সারাদেশের এবং গাজীপুরের বিখ্যাত পিঠার দোকানগুলি। শতাধিক দোকানে হাজারো বাহারী শীতের পিঠা। বাঙ্গালীর ঐতিহ্য ফুটে তুলতে পিঠা, পায়েশ, মিষ্টি, দই, মুড়ি-মুড়কিসহ নানা পদের মুখরোচক খাবার ও খেজুরের রস ও রসের তৈরী বিভিন্ন খাবার। 

গতকাল ১৯ জানুয়ারী, ২০২৪ দুইদিন ব্যাপী এই পৌষমেলা ও পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন গাজীপুরের কৃতীসন্তান, দেশবরেণ্য লেখক, কলামিস্ট, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক, সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের পূরধা ব্যক্তিত্ব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপচার্য, পৌষা মেলা ও পিঠা উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা.শহীদুল্লাহ সিকদার।  

আজ শনিবার মেলায় বাউল গান দর্শক মাতিয়েছে। 

পৌষ মেলায় আগতদের আনন্দ বিনোদনের জন্য আছে নাগরদোলা, চরকি, রেলগাড়ী, নৌকাদোলা প্রভৃতি খেলা। মাটির তৈরী বিভিন্ন খেলনা, তৈজসপত্র কিনতে পারবেন সুলভ মূল্যে। হস্তশিল্প ও কুটির শিল্পের নানা পণ্য ক্রয় করতে পারবেন অল্প মূল্যে। 

মেলায় ফ্রি হেলথ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা  ও ঔষধ প্রদান করা হচ্ছে। বিনামূল্যে রোগী দেখছেন অধ্যাপক ডা.শহীদুল্লাহ সিকদার, ডা মোস্তফা আব্দর রহিম, ডা. মাসুদ আলম প্রমুখ।