ঢাকা,  সোমবার, ২০ মে ২০২৪, ,

৮ ডিগ্রিতে পঞ্চগড়ের তাপমাত্রা, স্কুল বন্ধ ঘোষণা

সারাবাংলা

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

প্রকাশিত: ১৬:৩১, ১৮ জানুয়ারি ২০২৪

৮ ডিগ্রিতে পঞ্চগড়ের তাপমাত্রা, স্কুল বন্ধ ঘোষণা

ফাইল ছবি

পঞ্চগড়ে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।


১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে এলে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের পাঠদান বন্ধ রাখতে বলা হয়েছে। তবে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা থাকতে দেখা যায়। পরে জেলা শিক্ষা অফিসারের নির্দেশনা অনুযায়ী পাঠদান বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়।

কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে কথা বললে তারা বলেন, ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামলে স্কুল বন্ধ রাখার নির্দেশনা পেয়েছি। পরে আজ সকালে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামার খবর পাওয়ার পর পাঠদান বন্ধ করে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে।


জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাইফ্জ্জুামান জানান, জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের কার্যালয়ের দেওয়া রিপোর্ট অনুযায়ী আজ ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হওয়ায় জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।


জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল মালেক ঢাকা পোস্টকে বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে শৈত্যপ্রবাহ ও টানা তীব্র শীতের কারণে নিউমোনিয়া, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে জেলা ও উপজেলার হাসপাতালগুলোর আউটডোরে চিকিৎসা নিচ্ছেন লোকজন। জেলা আধুনিক সদর হাসপাতালে প্রতিদিন গড়ে ৩০০ রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তির খবর পাওয়া গেছে।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ জেলায় এখন মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তবে বেলা ১১টার পর সূর্যের মুখ দেখা গেছে।