ঢাকা,  সোমবার, ২০ মে ২০২৪, ,

জামালপুরের যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

সারাবাংলা

 জামালপুর প্রতিনিধি 

প্রকাশিত: ২১:৫৯, ১৫ জানুয়ারি ২০২৪

জামালপুরের যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

ফাইল ছবি

গ্যাস সংকটের কারণে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে দেশের সবচেয়ে বড় যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। 

যমুনা সার কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দেলোয়ার হোসেন জানান, সোমবার বিকাল সাড়ে ৩টায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে গ্যাস সংযোগ বন্ধ করার ফলে কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, পুনরায় গ্যাস সরবরাহ না করা পর্যন্ত ইউরিয়া সার উৎপাদন বন্ধ থাকবে। গ্যাসের চাহিদা ঠিক থাকলে আবারো উৎপাদনে যাওয়া হবে। এ সময়ে সারের কোনো সংকট হবে না, আমাদের কাছে পর্যাপ্ত সার মজুদ রয়েছে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া সার উৎপাদন হয় এই কারখানায়। এখানকার সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ পার্শ্ববর্তী এরিয়াভুক্ত ১৯ জেলায় সরবরাহ করা হয়।

উল্লেখ্য, ১৯৯০ সালে সরিষাবাড়ি উপজেলার তারাকান্দিতে প্রতিষ্ঠিত হয় যমুনা সার কারখানাটি।এর আগে নির্ধারিত চাপে গ্যাস সরবরাহ না পাওয়ায় গত বছরের ৫ সেপ্টেম্বর সার উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। টানা ৭২ দিন উৎপাদন বন্ধ থাকার পর সংকট কাটিয়ে একই বছরের ১ নভেম্বর গ্যাস সরবরাহ করে তিতাস কর্তৃপক্ষ। পর দিন ২ নভেম্বর উৎপাদনে ফিরে যমুনা সার কারখানা।