ঢাকা,  সোমবার, ২০ মে ২০২৪, ,

ঈগলের ধাক্কায় ছিটকে পড়লেন শাহীন চাকলাদার

সারাবাংলা

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৪, ৭ জানুয়ারি ২০২৪

ঈগলের ধাক্কায় ছিটকে পড়লেন শাহীন চাকলাদার

ফাইল ছবি

যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদারকে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা খন্দকার আজিজুল ইসলাম। ঈগল প্রতীকে তিনি পেয়েছেন ৪৮ হাজার ৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এই আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার নৌকা প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ২৬৯ ভোট। এছাড়া আরেক প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচএম আমির হোসেন কাঁচি প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ২০৯ ভোট। পাশাপাশি জাতীয় পার্টির জি এম হাসান দলীয় প্রতীক লাঙ্গলে পেয়েছেন ৬৪০ ভোট।

রবিবার (৭ জানুয়ারি) রাত ৯টার দিকে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। তিনি বলেন, ‘যশোর-৬ (কেশবপুর) আসনে মোট ভোটকেন্দ্র ৮১টি। এর মধ্যে সব কেন্দ্রের ফল ঘোষণা করেছি আমরা। এখানে ভোটার দুই লাখ ১৭ হাজার ৯২৪।’


যশোর-৬ আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার নৌকা প্রতীকে নির্বাচন করেছেন। তিনি যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।