ঢাকা,  সোমবার, ২০ মে ২০২৪, ,

চুয়াডাঙ্গায় ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাড়ছে শীতের তীব্রতা

সারাবাংলা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৯, ১৯ ডিসেম্বর ২০২৩

আপডেট: ২২:১৫, ১৯ ডিসেম্বর ২০২৩

চুয়াডাঙ্গায় ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাড়ছে শীতের তীব্রতা

কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চুয়াডাঙ্গার রেললাইনের চারপাশ। 

চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমছে। শীতের তীব্রতা বাড়ছে। ভোর থেকে সকালে সূর্য ওঠার আগে পর্যন্ত কুয়াশা আধিক্য থাকছে প্রকৃতিতে। এ সময় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে সড়কে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ। এর আগে সকাল ছয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ।

বেলা বাড়লেও বাড়ছে না তাপমাত্রা। উত্তর দিক থেকে বয়ে আসা শীতল বাতাসে হাড় কাঁপানো শীত জবুথবু করে দিচ্ছে জনজীবন।


চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, ২৫ ডিসেম্বর পর্যন্ত আবহাওয়া এ ধরনের থাকবে। ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে। দিনের তাপমাত্রা কমবে। রাতের তাপমাত্রা একটু বাড়বে। তবে শীতের তীব্রতা কমবে না।