ঢাকা,  সোমবার, ২০ মে ২০২৪, ,

জামালপুরে সড়কে প্রাণ গেল দুই ব্যবসায়ীর, আহত ৬ 

সারাবাংলা

জেলা প্রতিনিধি, জামালপুর 

প্রকাশিত: ১২:৩৭, ১৫ ডিসেম্বর ২০২৩

জামালপুরে সড়কে প্রাণ গেল দুই ব্যবসায়ীর, আহত ৬ 

জামালপুর সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাকে পিকআপভ্যানের ধাক্কায় দুই সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন।


শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।


নিহতরা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার আনোয়ার হোসেন (৪০) ও জামালপুর সদর উপজেলার ছোনটিয়া পটল এলাকার সামছুল ইসলাম (৪৫)। আহতরা হলেন- জালাল উদ্দীন, মো. ওজি, মৌসুমি, সুজা মন্ডল, শরিফা ও শহিদুল।

পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার ভোরে জামালপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস ও জামতলী থেকে জামালপুরগামী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপভ্যানের পেছনে থাকা সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা দুই ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। আর অটোরিকশায় থাকা ৬ জন আহত হন।


জামালপুর সদর থানা পুলিশের ওসি মহব্বত কবির ঢাকা পোস্টকে বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।