ঢাকা,  সোমবার, ২০ মে ২০২৪, ,

ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবেলায় প্রস্তুত ৫৬১ আশ্রয়কেন্দ্র

সারাবাংলা

জেলা প্রতিনিধি, পিরোজপুর 

প্রকাশিত: ১০:৪২, ১৭ নভেম্বর ২০২৩

ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবেলায় প্রস্তুত ৫৬১ আশ্রয়কেন্দ্র

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পিরোজপুর জেলায় সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টিসহ থমথমে আবহাওয়া বিরাজ করছে। গতকাল সন্ধ্যার পর থেকেই বেড়েছে বৃষ্টির পরিমাণ। জেলার কঁচা, বলেশ্বের, কালিগঙ্গাসহ বড় নদ-নদীগুলোতে জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় কিছুটা বেড়েছে। ঝুঁকিতে রয়েছে নিম্নাঞ্চলের কয়েক হাজার মানুষ। 


বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ৯টায় জেলা প্রশাসকের আয়োজনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা হয়েছে। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, জেলার সাতটি উপজেলায় ৫৬১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবিলায় জেলা শহরসহ সাতটি উপজেলায় আটটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের কাছে ৪ লাখ ১০ হাজারে টাকা, ৪৬ বান্ডিল টিন, ৪১২ টন চাল এবং ৫ হাজার ৬০০ কম্বল রয়েছে।

এ ছাড়া জনগণের সেবার জন্য ৬৩টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে দুর্যোগ পূর্ব ও পরবর্তী মানুষের সেবা দিতে ১৭০০ সিপিপি সদস্য ও ৩৫০ জন স্কাউট সদস্য কাজ করবেন। উপকূল এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। 


জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান আরও বলেন, জেলার সবচেয়ে দুর্যোগ প্রবণ এলাকা মাঝেরচর ও খেতাছিড়া এলাকায় মানুষের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা হয়েছে। অপর দিকে জেলার সমুদ্রগামী মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।

পিরোজপুরের অরিক্তি পুলিশ সুপার মো. মুকিত হাসান খান জানান, দুর্যোগ মোকাবিলায় পুলিশকে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষকে সেবা দিতে পুলিশ প্রস্তুত আছে।