ঢাকা,  সোমবার, ২০ মে ২০২৪, ,

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

সারাবাংলা

 প্রতিনিধি, সাভার 

প্রকাশিত: ০৯:১৯, ১ নভেম্বর ২০২৩

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

সাভারে-দাঁড়িয়ে-থাকা-বাসে-আগুনসাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন। ছবি: সংগৃহীত

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, ‘বুধবার ভোরে বাসে আগুন দেয়ার খবর জানান স্থানীয়রা। পরে দ্রুত আমাদের তিনটি ফায়ার ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে পুরো বাসটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা টানা তিন দিন অবরোধের দ্বিতীয় দিনে ঢাকার সাভারে দাঁড়িয়ে থাকা একটি দূরপাল্লার বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বলিয়ারপুর এলাকায় বুধবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, ‘বুধবার ভোরে বাসে আগুন ধরার খবর জানান স্থানীয়রা। পরে দ্রুত আমাদের তিনটি ফায়ার ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে পুরো বাসটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত এসে বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।