ঢাকা,  সোমবার, ২০ মে ২০২৪, ,

মহাসমাবেশে অংশ নিতে ঢাকায় যাওয়ার পথে ফেনী যুবদলের চার নেতা আটক

মহাসমাবেশে অংশ নিতে ঢাকায় যাওয়ার পথে ফেনী যুবদলের চার নেতা আটক

ফেনী মডেল থানা (ফাইল ছবি)

মহাসমাবেশে অংশ নিতে ঢাকা যাওয়ার পথে ফেনী যুবদলের চার নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক মোড়ে যাত্রীবাহী বাসে তল্লাশি করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ফেনী জেলা যুবদলের সহসম্পাদক মুন্সি এনামুল হক কামরুল, সদস্য আতিকুর রহমান মামুন, ফেনী পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাসেল পাটোয়ারী ও ফেনী সদর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইস্রাফিল মাসুদ।


ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।


জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল জানান, ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে মহাসমাবেশে অংশ নিতে এরই মধ্যে ফেনী থেকে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের ১০ হাজার নেতাকর্মী ঢাকা পৌঁছেছেন।

তিনি বলেন, ‘আটকের সময় যুবদলের চার নেতা যাত্রীবাহী স্টার লাইন বাসে ঢাকা যাচ্ছিলেন। পথে বিসিক মোড়ে তল্লাশি করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ফেনী মডেল থানা পুলিশ তাদের আটক করেছে।’


ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘বাসে তল্লাশি করে যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনও মামলা আছে কিনা সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’