ঢাকা,  রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ,

অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, মায়ের কারাদণ্ড

অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, মায়ের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরামে অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করায় মায়ের ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মির্জানগর ইউনিয়নের মনিপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মির্জানগর ইউনিয়নের মনিপুর গ্রামে সৌদি প্রবাসীর মেয়ে স্থানীয় মাদ্রাসার অষ্টম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে (১৩) পার্শ্ববর্তী ইউনিয়নের চন্দনা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ কাইয়ুমের ছেলে শহীদের সঙ্গে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ের আয়োজন করেন পরিবার। পরে খবর পেয়ে কনের বাড়িতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী মেয়ের মাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা বলেন, বাল্যবিবাহ নিরোধ আইনে মেয়ের মাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ছেলের বাবা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারিন বাসার লিমা ও পরশুরাম থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।