ঢাকা,  শনিবার, ০৪ মে ২০২৪, ,

বিপিএল

টানা ১০ ম্যাচ পরাজয়, ‘নাজুক’ অবস্থা নিয়ে বিদায়ের পথে ঢাকা

খেলাধুলা

স্পোর্ট ডেস্ক

প্রকাশিত: ২০:৩৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

টানা ১০ ম্যাচ পরাজয়, ‘নাজুক’ অবস্থা নিয়ে বিদায়ের পথে ঢাকা

ছবি: সংগৃহীত

চলমান বিপিএলে হারের বৃত্ত থেকেই বের হতে পারছে না দুর্দান্ত ঢাকা। শুরুতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় পেলেও এরপর টানা ১০ ম্যাচে হারের মুখ দেখেছে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। সবশেষ আজ (শুক্রবার) চট্টগ্রামে খুলনা টাইগার্সের বিপক্ষে হেরেছে। এমন টানা তিক্ত হার দলটির অভ্যন্তরীণ পরিস্থিতিও নাজুক করে তুলেছে। যা নিয়ে কথা বলেছেন ঢাকার বিদেশি ক্রিকেটার শন উইলিয়ামস।


সংবাদ সম্মেলনে উইলিয়ামস বলছিলেন, ‘আগের ম্যাচগুলোর কথাও যদি বিবেচনা করি। এখানে ব্যাটিং যতটা না টেকনিক্যাল বিষয়, তার চেয়ে বেশি মেন্টাল এপ্রোচ। এতগুলো ম্যাচ টানা হারার পর ইমোশনালি ক্রিকেটাররা ভীষণভাবে আক্রান্ত হচ্ছে। এই সময়টায় আমাদের একটা দল হয়ে থাকা দরকার, পরিস্থিতি সামাল দেওয়া দরকার আরও ভালোভাবে।’ 

এরপরই ক্রিকেটারদের মানসিক অবস্থার কথাও উল্লেখ করেন এই জিম্বাবুইয়ান অলরাউন্ডার, ‘আমি তো মাত্র এলাম। এসব নিয়ে কথা বলতে হবে। মানসিকভাবে অনেকেই ভেঙে পড়েছে। তারা রেগে যাচ্ছে, চাচ্ছে পারফর্ম করতে। এমন পরিস্থিতিতে ভয় কাজ করে, ভালো করা কঠিন হয়ে যায়।’


তিনি আরও বলেন, ‘মানসিকতা আর প্রস্তুতিই সাফল্যের চাবি। দলে কোনো টেকনিক্যাল সমস্যা নেই। এটা আমি নিশ্চিত করছি। আমরা টানা ব্যর্থতার বৃত্তে বন্দী। নিজের আবেগ নিয়ন্ত্রণ করে খেলতে হবে। পরিস্থিতি অনুযায়ী খেলাটাই আমার কাছে সবচেয়ে বড় হাতিয়ার। টি-টোয়েন্টিতে বলে বলে পরিস্থিতি বদলে যায়।’


উইলিয়ামস যখন ঢাকার পরিস্থিতি জানালেন, তখন তাদের হাতে আর মাত্র একটি ম্যাচ বাকি। সবার আগেই তারা বিপিএল থেকে নিজেদের বিদায় নিশ্চিত করেছে। তা সত্ত্বেও এখান থেকে শেখার কথা বলছেন উইলিয়ামস, ‘আপনি এই সমস্যা কীভাবে সামাল দিচ্ছেন এটাই বড় বিষয়। সবকিছু হয়তো ট্রফি কেন্দ্রিক। তবে শেখার ব্যাপারও কিন্তু কম নয়। এটাই ক্রিকেটারদের বড় পরীক্ষা। ভুল থেকে শিখতে হবে। গৌরব ও প্যাশন নিয়ে এগিয়ে যেতে হবে। কারণ আপনি জয়ের জন্যই খেলতে নামেন।’