ঢাকা,  সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬,

শান্তর বিস্ফোরক সেঞ্চুরিতে বিপিএলে জয়ে শুরু রাজশাহীর

শান্তর বিস্ফোরক সেঞ্চুরিতে বিপিএলে জয়ে শুরু রাজশাহীর

ছবি: সংগৃহীত

বিপিএলের ১২তম আসর জয়ে শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। উদ্বোধনী ম্যাচে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বিস্ফোরক সেঞ্চুরিতে সিলেট টাইটান্সকে ৮ উইকেটে হারিয়েছে তারা।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে স্বাগতিক সিলেট টাইটান্স। পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত ইনিংসেই বড় সংগ্রহ পায় তারা। বাঁহাতি এই ব্যাটার ৩৩ বলে অপরাজিত ৬৫ রান করেন। তার বিধ্বংসী ইনিংসে ছিল চারটি চার ও পাঁচটি ছক্কা। শেষ দিকে পারভেজের ঝড়ো ব্যাটিংয়ে ইনিংসে গতি আসে।

এর আগে রনি তালুকদার দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৪ বলে ৪ চারে ৪১ রান করেন। সাইম আইয়ুব ২৮ ও আফিফ হোসেন ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলেন।

রাজশাহীর পক্ষে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন সন্দীপ লামিচানে। ৩৮ রানে দুটি উইকেট নেন তিনি। এছাড়া বিনুরা ফার্নান্দো ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট নেন।

জবাবে আত্মবিশ্বাসী ব্যাটিং করেছে রাজশাহী। ৬২ রানের মধ্যে তানজিদ হাসান (১০) ও ওপেনার সাহেবজাদা ফারহান (২০) ফিরলেও হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার অসাধারণ সেঞ্চুরিতে ভর করেই জয়ের পথ খুঁজে নেয় তারা। ২ উইকেট হারিয়েই ১৯.৪ ওভারে লক্ষ্যে পৌঁছেছে।

শান্ত ৬০ বলে অপরাজিত ১০১ রান করেন। তার বিস্ফোরক ইনিংসে ছিল ১০টি চার ও পাঁচটি ছক্কার মার। শান্তকে দারুণ সঙ্গ দেন উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম। ঝড়ো ব্যাটিংয়ে ৩১ বলে অপরাজিত ৫১ রানে দলের জয় নিশ্চিত করেন তিনি। দু’জনের ১৩০ রানের অবিচ্ছিন্ন জুটিতেই সহজ জয় পায় রাজশাহী।

সিলেটের বোলাররা রান নিয়ন্ত্রণে ব্যর্থ হন। মোহাম্মদ আমির ৩০ ও নাসুম আহমেদ ৩৩ রান খরচ করলেও মেহেদী হাসান মিরাজ ৩৯ রান দিয়ে একটি উইকেট পান। খালেদ আহমেদও ৩০ রানে নেন একটি উইকেট।