ঢাকা,  শনিবার, ০৪ মে ২০২৪, ,

পবিত্র শবে বরাত আজ

ধর্ম ও জীবন

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

পবিত্র শবে বরাত আজ

ফাইল ছবি

সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে আজ রোববার। ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় নফল ইবাদত-বন্দেগির মধ্যদিয়ে আজকের রাতটি অতিবাহিত করবেন।

বাংলাদেশের আকাশে ১১ ফেব্রুয়ারি হিজরি শাবান মাসের চাঁদ দেখা যায়। পরদিন থেকে শাবান মাস গণনা শুরু হয়। সে হিসাবে আজ ২৫ ফেব্রুয়ারি দিনগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে শবে বরাতের তারিখ নির্ধারণে ১১ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ রাতে ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ এবাদত-বন্দেগির মাধ্যমে কাটাবেন।

মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মোনাজাত করবেন।

শবে বরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এই ছুটি পড়েছে ২৬ ফেব্রুয়ারি সোমবার।

শাবান মাস শেষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ বার্তা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস পবিত্র রমজান।