ঢাকা,  মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ,

বাংলাদেশি শিক্ষার্থীদের চোখের চিকিৎসায় সৌদি সহায়তা

বাংলাদেশি শিক্ষার্থীদের চোখের চিকিৎসায় সৌদি সহায়তা

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান

বাংলাদেশি শিক্ষার্থীদের চোখের চিকিৎসা দেওয়ার জন্য একটি মানবিক প্রকল্প উদ্বোধন করেছে সৌদি আরব। এই প্রকল্পের অধীনে ৩০ হাজার শিক্ষার্থীকে চোখের চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান।

মঙ্গলবার (৩ অক্টোবর) সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বহমাত্রিক সম্পর্ক বিদ্যমান। প্রায় ২৮ লাখ বাংলাদেশি সৌদি আরবের উন্নয়নের জন্য সেখানে কাজ করছেন এবং সৌদি আরব সেটি স্বীকার করে।


শিক্ষার্থীদের চোখের চিকিৎসা প্রকল্পের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, ‘আশা করছি, আগামী ছয় মাসের মধ্যে ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলের স্কুলগুলোতে শিক্ষার্থীদের এই সেবা দেওয়া হবে।’


‘কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণকেন্দ্রের’ পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সুপারভাইজার জেনারেল আকিল আল গামদি বলেন, ‘বাংলাদেশসহ পৃথিবীর ৯৩টি দেশে সৌদি আরব বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে।’

বাংলাদেশকে সৌদি আরব ইতোমধ্যে প্রায় আড়াই কোটি ডলার সহায়তা দিয়েছে এবং রোহিঙ্গাদের জন্য আলাদাভাবে দুই কোটি ৬০ লাখ ডলার সহায়তা দিয়েছে বলে তিনি জানান।