ঢাকা,  বুধবার, ০৮ মে ২০২৪, ,

রমজানের প্রথম ১০ দিন খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

রমজানের প্রথম ১০ দিন খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

ফাইল ছবি

শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে আসন্ন রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চালু থাকবে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে আসন্ন পবিত্র রমজান মাসের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।


উল্লেখ্য, সম্প্রতি শীতের কারণে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় রংপুর ও রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলাসহ বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। শীতের কারণে বেশ কয়েকদিন বন্ধ রাখা হয় প্রাথমিক বিদ্যালয়।