ছবি: সংগৃহীত
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সচিবালয়ে নিজ দফতরে অবরুদ্ধ করে রেখেছেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। এ সময় কর্মচারীরা বেতনের ২০ শতাংশ ভাতার দাবি জানান।
সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩০০ থেকে ৪০০ নন-ক্যাডার কর্মচারী এতে অংশ নিয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরের পর থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মচারীরা দলবেঁধে এসে সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় অর্থ উপদেষ্টার দফতরের সামনে অবস্থান নিয়েছেন।
জানা গেছে, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে কর্মচারীরা অর্থ উপদেষ্টাকে তার নিজ দফতরে অবরুদ্ধ করে রেখেছেন।
বাদিউল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘সচিবালয়ের কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভাতার দাবি করে আসছিলেন। আজ তারা বলেছেন, সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত গেজেট জারি করা ছাড়া তারা তাদের অবস্থান থেকে সরবেন না।’













