ঢাকা,  শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ,

এবারের নির্বাচনের পর দেশ অনেকটা ভারমুক্ত হয়েছে : প্রধানমন্ত্রী

এবারের নির্বাচনের পর দেশ অনেকটা ভারমুক্ত হয়েছে : প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

এবারের নির্বাচনের পর দেশ অনেকটা ভারমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৬ মার্চ) বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।


প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে অনেক বাধা ছিল। অনেক চক্রান্ত ছিল। দেশের কিছু মানুষের কোনো কিছুই পছন্দ হয় না। বিদেশের অনেকেও প্রভাব ফেলার চেষ্টা করেছে।


শেখ হাসিনা বলেন, আমাদের প্রতিটি কর্মসূচি হবে জনগণকে কেন্দ্র করে। আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে বদ্ধ পরিকর। নিজেকে প্রধানমন্ত্রী না, জনগণের সেবক হিসেবে বিবেচনা করি। মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করুন। দেশজ উৎপাদন বাড়াতে হবে।


এদিকে, বুধবার র‌্যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, র‌্যাব মানুষের অধিকার সংরক্ষণে কাজ করেছে তাদের ওপর কীভাবে স্যাংশন আসে। স্যাংশন কখনো এক তরফা হয় না, দরকার হলে আমরাও স্যাংশন দিতে পারি। জঙ্গি-সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করায় মানুষের মনে শান্তি এসেছে। জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ দমনে সাহসী ভূমিকা রাখায় র‌্যাবকে ধন্যবাদ জানান সরকার প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, র‌্যাব সব সময় নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছে। কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে র‌্যাবকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। রমজানে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ঈদে কালো টাকা রোধে ব্যবস্থা নিতে হবে বলেও জানান তিনি।