ঢাকা,  শনিবার, ২৭ জুলাই ২০২৪, ,

রাফায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত অন্তত ৪৫

বিদেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১১, ২৭ মে ২০২৪

রাফায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত অন্তত ৪৫

ছবি: সংগৃহীত

রাফার গাজান শহরে ইসরায়েলি বিমান হামলায় একটি শরণার্থী শিবিরের তাঁবুতে আগুন লেগে অন্তত ৪৫ জন নিহত হয়েছে।

রোববার রাতে হামাস পরিচালিত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে ২৩ জন শিশু, নারী ও বৃদ্ধ ছিল।

হামলায় বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানায়, গাজানের তেল আল-সুলতান এলাকায় হামলাটি চালানো হয়। পরিবারগুলো যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে এ ঘটনা ঘটে।

সপ্তাহদুয়েক আগে রাফায় আগ্রাসন শুরুর আগে সীমান্ত থেকে সরিয়ে দেওয়া শরণার্থীদের একটি বড় অংশ এই এলাকায় ক্যাম্প করে আছে।

রাফায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত অন্তত ৪৫
উম্মে মোহাম্মদ আল-আত্তার নামে এক ফিলিস্তিনি নারী বলেন, ‘নামাজ শেষে আমরা বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য বিছানা প্রস্তুত করছিলাম। সবকিছু স্বাভাবিকই ছিল। এরইমধ্যে বিকট শব্দ শুনতে পাই। তারপর চারপাশে আগুন ছড়িয়ে পড়ে।’

রায়টার্সের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, অন্ধকারের মধ্যে আগুন জ্বলছে এবং আতঙ্কে লোকজন চিৎকার করছে। একদল যুবক ঢেউটিন দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।

এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর দগ্ধ হয়েছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করছে হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়।

জনপ্রিয়