ঢাকা,  শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ,

হার দিয়ে এশিয়া কাপ শুরু টাইগারদের

হার দিয়ে এশিয়া কাপ শুরু টাইগারদের

সংক্ষিপ্ত স্কোর

 

শ্রীলঙ্কা: ৩৯ ওভারে ১৬৫/৫, লক্ষ্য ১৬৫ (দাসুন শানাকা ১৪*, চারিথ আসালাঙ্কা ৬২*; ধনাঞ্জয়া ডি সিলভা ২, সাদিরা সামারাবিক্রমা ৫৪, কুশল মেন্ডিস ৫, পাথুম নিসাঙ্কা ১৪, দিমুথ করুনারত্নে ১)

ফল: শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী।

 

বাংলাদেশ: ৪২.৪ ওভারে ১৬৪/১০ (শরিফুল ২*; মোস্তাফিজুর ০, তাসকিন ০, শান্ত ৮৯, শেখ মেহেদী ৬, মিরাজ ৫, মুশফিক ১৩, হৃদয় ২০, সাকিব ৫, নাঈম ১৬, তানজিদ তামিম ০)

 

এশিয়া কাপ অভিযানে শুরুতেই হারের তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে অন্যতম আয়োজক শ্রীলঙ্কার কাছে ৫ হেরেছে উইকেটে। এই ম্যাচে আবার লঙ্কানরা বিশ্ব রেকর্ডও গড়েছে। টানা ১১ ওয়ানডেতে প্রতিপক্ষকে অলআউট করার কীর্তি দেখিয়েছে। এটি আবার তাদের টানা ১১তম ওয়ানডে জয়। শ্রীলঙ্কানদের জন্য যা রেকর্ড।    

 

ক্যান্ডিতে ১৬৫ রানের মামুলি লক্ষ্য দিলেও স্বাগতিকদের সহজে জিততে দেয়নি বাংলাদেশ। তবে এটা বোঝা গেছে স্কোরবোর্ডে আরও কিছু রান থাকলে লঙ্কানদের পক্ষে এই ম্যাচ জেতাটা কঠিন হয়ে যেত। পাল্লেকেলের কঠিন উইকেটে এই স্কোর পার করতেই তাদের চাপের মাঝে থাকতে হয়েছে। কারণ মামুলি লক্ষ্যের পর যেমন শুরুর দরকার ছিল সেটা এনে দেন দুই পেসার তাসকিন ও শরিফুল। ১৫ রানে ফেরান দুই ওপেনারকে। তারপর ৪৩ রানে কুশলকে ফিরিয়ে মোমেন্টাম এনে দিয়েছিলেন সাকিব। কিন্তু ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আসালাঙ্কা। কারণ এই জুটির ওপর কোনও চাপই বাংলাদেশ সৃষ্টি করতে পারেনি। মেহেদী সামারাবিক্রমাকে শেষ দিকে আউট করে ৭৮ রানের জুটি ভেঙেছেন। পরের ওভারে নতুন ব্যাটার ধনাঞ্জয়াকে ফিরিয়ে সাকিবও চাপ তৈরির চেষ্টা করেছিলেন। কিন্তু ততক্ষণে জয়ের কাছে পৌঁছে গেছে লঙ্কান দল। আসালাঙ্কা ফিফটি ছুঁয়ে অধিনায়ক শানাকাকে সঙ্গে নিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলেছেন ৩৯ ওভারে।  

 

২৯ রানে দুটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। একটি করে নেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী।