ঢাকা,  শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ,

বিদেশ

দিল্লিতে জি-২০: সম্মেলনে যাবেন না সি চিন পিং

বিদেশ

গণবাংলা ডেস্ক

প্রকাশিত: ২০:১১, ৩১ আগস্ট ২০২৩

আপডেট: ২০:১২, ৩১ আগস্ট ২০২৩

সর্বশেষ

দিল্লিতে জি-২০: সম্মেলনে যাবেন না সি চিন পিং

ফাইল ছবি

ভারতে আসন্ন জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্ভবত যোগ দিচ্ছেন না। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ভারত ও চীনের সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। চিন পিংয়ের বদলে চীনের প্রেসিডেন্ট লি কিয়াং তার দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন।

দুই ভারতীয় কর্মকর্তা জানান, নয়াদিল্লিতে ৯ থেকে ১০ সেপ্টেম্বরের বৈঠকে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং বেইজিংয়ের প্রতিনিধিত্ব করবেন বলে আশা করা হচ্ছে। ভারত ও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

ভারতে জি-২০ সম্মেলনে চিন পিং কেন যোগ দিবেন না তার কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। গত সপ্তাহেই দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে চিন পিং ও মোদির মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী মোদি স্পষ্টভাবে সি চিন পিংকে জানিয়েছিলেন, লাদাখে শান্তি ফেরাতে দুই দেশকেই তৎপর হতে হবে। কিন্তু তারপরেই চীন তাদের মানচিত্রে আকসাই চীন ও অরুণাচলকে অন্তর্ভুক্ত করে। সেটা নিয়ে ইতিমধ্যেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত। এদিকে ভারতে এবারের জি২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও যোগ দেবেন না। পুতিনের বাসভবন ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান নিয়ে ব্যস্ততার কারণে পুতিন ভারতে যাবেন না। তার পরিবর্তে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জি২০ সম্মেলনে যোগ দেবেন।

 

সর্বশেষ

জনপ্রিয়