ঢাকা,  শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ,

যে পরিকল্পনায় মিরাজকে ওপেনিংয়ে পাঠানো হলো

খেলাধুলা

গণবাংলা স্পোর্টস ডেস্ক    

প্রকাশিত: ১৫:৫৮, ৪ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

যে পরিকল্পনায় মিরাজকে ওপেনিংয়ে পাঠানো হলো

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ওপেনিং জুটি পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছিলো। তানজিদ তামিম তো রানই করতে পারেনি। নাঈম শেখও ছিলেন ব্যর্থ। যার রেশ পড়েছিলো পরের ব্যাটারদের ওপর। যে কারণে বাংলাদেশের পুরো ইনিংসটাই ছিল বাজে। ১৬৪ রানে অলআউট হয়ে গিয়েছিলো।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি ছিল এ কারণে বাঁচা-মরার লড়াই। এই ম্যাচটি নিয়ে বাংলাদেশ দলের পরিকল্পনায় অনেক ভিন্নতা আনা হয়েছিলো। ওপেনিংয়ে পরিবর্তন আনা হয়। তানজিদ তামিমকে বাদ দিয়ে ওপেনিংয়ে তুলে আনা হয় মেহেদী হাসান মিরাজকে।


হঠাৎ কী চিন্তা করে মূলত মেহেদী মিরাজকে ওপেনিংয়ে তুলে আনা হলো? সাধারণত সাত-আটে ব্যাট করা এই স্পিনিং অলরাউন্ডারকে আজ ওপেনিংয়ে পাঠানো হয়েছিল। ১১৯ বলে ১১২ রানের ইনিংস খেলে প্রত্যাশার দারুণ প্রতিদান দিয়েছেন মিরাজ।

সাকিব মনে করেন, মিরাজ ওপরের দিকে ব্যাটিংয়ে আগে-পরে যখনই সুযোগ পেয়েছে, তখনই নিজেকে প্রমাণ করেছে, ‘আগে ও পরে সে যখনই টপ অর্ডারে সুযোগ পেয়েছে, নিজেকে প্রমাণ করেছে। আমরা সব সময়ই জানি ওর সামর্থ্য আছে, আফগানিস্তানের বিপক্ষে ওর ভালো রেকর্ড আছে। আমরা ভাবলাম, কেন ওকে চেষ্টা করে দেখব না ভালো উইকেটে। সৌভাগ্যবশত কাজে লেগেছে।’


সাকিব আল হাসান জানিয়ে দিয়েছেন, কেন মেহেদী হাসান মিরাজকে কেন ওপেনিংয়ে আনা হলো। আরও একটা কারণ ছিল, বাংলাদেশের যেহেতু শুরুতে বেশ কয়েকজন বাঁ-হাতি ব্যাটার ছিল, সে কারণে আফগানদের পরিকল্পনাও সেভাবে সাজানো হয়েছিলো। কিন্তু যখনই মেহেদী হাসান মিরাজকে তুলে আনা হলো ওপেনিংয়ে, তখন প্রতিপক্ষের পরিকল্পনাও পরিবর্তন করতে হয়েছে। যেখান থেকে বের হতে পারেনি আর আফগানিস্তান।

এর আগে আরও একবার ইনিংস ওপেন করেছিলেন মেহেদী হাসান মিরাজ। ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ইনিংস ওপেন করতে নেমেছিলেন তিনি। ওইদিন ৫৯ বলে ৩২ রানের কার্যকর একটা ইনিংস খেলেছিলেন মিরাজ।

আফগানদের বিপক্ষে ভালো ইনিংস খেলার রেকর্ডও রয়েছে মিরাজের। গত বছরের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে আফিফ হোসেনকে নিয়ে আফগানদের বিপক্ষেণ ম্যাচ জিতিয়েছিলেন তিনি। ১২০ বলে সেদিন তিনি খেলেছিলেন ৮১ রানের ইনিংস। ৪৫ রানে ৬ উইকেট পড়ার পর তার আর আফিফের অবিশ্বাস্য জুটিতেই জয় এসেছিলো বাংলাদেশের। ম্যাচ সেরা হয়েছিলেন মিরাজই।

সর্বশেষ

জনপ্রিয়