ঢাকা,  শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ,

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ২১ জনের মৃত্যু

স্বাস্থ্য চিকিৎসা

গণবাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৫, ২ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ২১ জনের মৃত্যু

 ফাইল ছবি

চলতি বছরে এর আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সবশেষ মৃত্যুসহ চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৬১৮ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকেই চলছে ডেঙ্গুর প্রকোপ। শুরুতে তা রাজধানী ঢাকাকেন্দ্রিক থাকলেও ক্রমান্বয়ে তা ছড়িয়েছে সারা দেশে। এডিসবাহিত এই রোগের প্রকোপ কমার কোনো লক্ষণ নেই। বরং দিন দিন বাড়ছে।

হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, বাড়ছে মৃত্যু। এবার দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে মৃত্যুর রেকর্ড হয়েছে। সারা দেশে এক দিনে মৃত্যু হয়েছে ২১ জন ডেঙ্গু রোগীর।

চলতি বছরে এর আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সবশেষ মৃত্যুসহ চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৬১৮ জনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মৃত্যুর এই হিসাব জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৩৫২ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে শনিবার পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৮২ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭০ জন ডেঙ্গু রোগী।

বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ৮ হাজার ৬৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৯০৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৪ হাজার ৭২৯ জন রয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২৭ হাজার ৬৯৪ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৯ হাজার ৫৯২ ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৬৮ হাজার ১০২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নেন।

এ পর্যন্ত ডেঙ্গু থেকে সেরে উঠেছেন ১ লাখ ১৮ হাজার ৪৪৪ জন। তাদের মধ্যে ঢাকায় ৫৫ হাজার ২৩৩ ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৬৩ হাজার ২১১ জন চিকিৎসা নিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়